আমরা যে চিয়াটি আপনাদের দিব তা দেশের বাইরে থেকে ইমপোর্ট করা।আমিই চিয়াগুলোকে আনপ্যাক করি তার পর রোদে শুখিয়ে প্রসেসিং করি। তাই আমার চিয়াগুলো একদম ফ্রেশ থাকে বালি বালি লাগে না ।তারপর পরিস্কার কন্টিনারে রাখি বাজারের মতো খোলামেলা পরিবেশে রাখি না।সবকিছু মিলিয়ে বলতে পারি আমার চিয়াগুলো অনেক ফ্রেশ। তাছাড়া এগুলো থাইল্যান্ড থেকে অরিজিনাল চিয়াসিড ইমপোর্ট করা হয়। তাই আপনি নিশ্চিন্তে আপনার খাবার তালিকায় পুষ্টিকর জিনিস ঠিক করতে পারেন।
★ চিয়ার পুষ্টিগুণ:
দুধের চেয়ে ৫ গুণ বেশী ক্যালসিয়াম,
কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন,
পালং শাকের চেয়ে ৩ গুণ বেশী আয়রন (লোহা),
কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম,
স্যামন মাছের থেকে ৮ গুণ বেশী ওমেগা-৩,
★ চিয়া সীডের উপকারিতাঃ-
👉এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে।
👉রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে।
👉চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে(তবে রুগ্ন করে না)।
👉চিয়া সিড ব্লাড সুগার স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়।
👉চিয়া বীজ হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি।
👉চিয়া সিড মলাশয় (colon) পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।
👉চিয়া সিড শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দেয়।
👉চিয়া সীড প্রদাহজনিত সমস্যা দূর করে।
👉চিয়া সীড ভাল ঘুম হতে সাহায্য করে।
👉চিয়া বীজ ক্যান্সার রোধ করে।
👉চিয়া সিড হজমে সহায়তা করে।
👉চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে।
বিশেষজ্ঞদের মতে প্রতি ২৮ গ্রাম চিয়া সিডে রয়েছে ১১ গ্রাম ফাইবার, ৪ গ্রাম প্রোটিন, ফ্যাট ৯ গ্রাম (যার ৫ গ্রাম ওমেগা ৩)। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাংগানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস,, জিঙ্ক, ভিটামিন-বি, পটাশিয়াম, ভিটামিন বি-১, ভিটামিন বি-২।
অর্ডার কনফার্ম করতে
১.নাম
২.মোবাইল নাম্বার
৩.ঠিকানা (থানা, জেলা)
৪.পন্যের নাম ও পরিমাণ।
লিখে আমাদের কে ইনবক্স করুন।
অথবা কল করুন- 01609833363
দুই দিনের ভিতরেই প্রোডাক্ট হাতে পেয়ে গিয়েছি ধন্যবাদ খুব-সহজ টিম কে।
ReplyDelete